Thanos demands no spoiler
Road to Infinity War
২০০৮ সালের কথা। আয়রন ম্যান রিলিজের তিন সপ্তাহ আগে। আয়রন ম্যানের পরিচালক জন ফেব্রুকে এক ইন্টারভিউতে জিজ্ঞেস করা হল মুভি নিয়ে তার মতামত। তিনি বললেন,"দেখুন, মুভি নিয়ে বললে সহজভাবে বলা যায় এই মুভির ভবিষ্যৎ আমি জানি না। হয়তো বিশাল এক ফ্লপ হবে অথবা হিট হবে কিংবা ব্লকবাস্টার হবে। তবে এতটুকু বলতে পারি মারভেল কমিকসের বিশাল ফ্যান আমি। সেই ভালোবাসা থেকে মুভিটা বানিয়েছি। আশা করি শুধু কমিক্সের ফ্যানরা নয় সব মানুষ এই মুভিকে ভালোবাসবে।" রিলিজের দিন প্রডিউসার থেকে শুরু করে পুরো টিম নাওয়া খাওয়া ছেড়ে অপেক্ষায় রইলো ভালো সংবাদের। কারন এটা তাদের জন্য রিস্কি একটা প্রজেক্ট। প্রথম দিনের ওপেনিং খারাপ ছিল না সাথে ক্রিটিক্সদের ভালো রেসপন্স। ইমিডিয়েটলি প্রায় খসে পড়া তারা(যেহেতু তার অতীত তার ফেইম কেড়ে নেয়) Robert Downy Jr. আবার জ্বলে উঠলো। তার দুর্দান্ত এক্টিং, এটিটিউড, হিউমার সব কিছুই সবার নজর কাড়লো। আর মুভিটাও ছিল দারুন। ব্যাটম্যানের পর আমার দেখা বেস্ট সুপারহিরো অরিজিন স্টোরি এটা। কয়েকদিনের মাঝে মুভি সুপার হিট। ব্যস, পরিচালক নেমে পড়লো ২য় কিস্তির জন্য। মুভির এন্ড ক্রেডিট সিনে কালো আইপ্যাচ পড়া সেমুয়েল জেকসন শুধু বলল," You've become a part of bigger universe. You don't know yet." আসলেই তাই কেউ তখন জানতেও পারেনি মারভেল শুধু একটা দুটো মুভির জন্য নামেনি তারা একটা ইউনিভার্স সৃষ্টি করার জন্য এসেছে। এরপর ধীরে ধীরে তারা দুই ক্রিস, স্কারলেট আর
জেরেমির মাধ্যমে পরিচয় তুলে ধরলো এভেঞ্জারসের ফাউন্ডিং ম্যাম্বারদের।
২০১২ সালে মুক্তি পায় ড্রিম প্রজেক্ট 'দি এভ্যাঞ্জারস'। এর আগে এক্স ম্যানে অনেক সুপারহিরোর কম্বিনেশন থাকলেও এই টিম আপ মুভিটা ভিন্নই ছিল। যার কারনে ফ্যানবয় থেকে শুরু করে সবাই এমুভিটা লুফে নেয়। ফলাফল অলটাইম ব্লকবাস্টার। এর পর মারভেলের আর কোন পিছু ফেরা নেই। একের পর এক মুভি বের করতে থাকে। আর বক্স অফিসের ঝড় তো আছেই। ২০১৩ ও ২০১৪ এ তারা ৪ টি মুভি মুক্তি দেয়।২০১৫ সালে এভ্যাঞ্জারসের ২য় কিস্তি মুক্তি পায়। এবার কিছু কমপ্লেইন আসে। মুভিতে কিছু প্লট হোল ছিল সাথে কিছু লেইম বিষয় ছিল। তারপরেও কাহিনী মোটামুটি ভালো ছিল এবং সাথে মুভির একশেন আর এভ্যাঞ্জারসদের জনপ্রিয়তার জন্য মুভি হিট। তবে এবার জস উইডেনকে বিদায় জানানো হল। সমালোচলার কারনে তার উপর থেকে মারভেল কিছুটা আশা হারিয়ে ফেলল। আর ঐ বছরেই পরিচয় করিয়ে দেয়া হয় আরেক ম্যাম্বার এন্ট ম্যানের সাথে।
২০১৬ সালে আসলো সিভিল ওয়ার। পারসোনালি আমার দেখা মারভেলের সেরা মুভি। ডিরেক্টর ছিলেন Russo Brothers। এই দুই ভাই এর আগে Captain America Winter Soldier নির্মাণ করেছিলেন। যেই ক্যাপ্টেন আমেরিকা অনেকের নন-ফেভারিট সুপারহিরো ছিলো, এই দুই ভাই সেই সুপারহিরোকে সবার প্রিয় করে দিল আসাধারন মেকিং আর ক্যারেক্টার ডেপেলপের মাধ্যমে। তো সিভিল ওয়ারটা ছিল অনেক গুরুত্বপূর্ন মুভি। এই মুভিটাই মূলত ইনফিনিটি ওয়ারের প্লাটফর্ম তৈরি করে। এই মুভির মাধ্যমে আরো নতুন দুই এভ্যাঞ্জারসের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়, ব্ল্যাক প্যান্থার আর সবার প্রিয় স্পাইডার ম্যান। মূলত ফেস থ্রির সব মুভিই ইনফিনিটি ওয়ারের সেট আপ। ২০১৬ সালেই পরিচয় করানো হয় ম্যাজিকের সাথে মানে আরেক এভ্যাঞ্জারস ডক্টর স্ট্যাফেন স্ট্র্যাঞ্জের সাথে। নতুন এক দুনিয়া খুলে দিল মারভেল।
২০১৭ সালে আসে স্পাইডার ম্যান হোমকামিং, গার্ডিয়ান অফ গ্যালাক্সি ভলিউম ২ আর বেস্ট থোর মুভি ইয়েট থোর রেগনারোক। থোরের এন্ড ক্রেডিটে থেনোসের বিশাল শিপটা দেখানো হয়।
২০১৮ এর শুরুতে আসে ব্ল্যাক প্যান্থার। ইমিডিয়েট হিট মুভি। আমার নিজেরও এই মুভিটা অনেক ভালো লাগে। এর পিছনে মূল কারনটা হল আফ্রিকান এমেরিকান এক্টোরদের কাস্টিং করলে নিশ্চিত দুই রকমের জনরা হবে। হয় কমেডি না হয় ড্রামা মানে স্লেভারি টাইপ কিছু। সেদিক দিয়ে এই মুভি সবদিক থেকে ভিন্ন। একে তো সুপারহিরো মুভি এর উপর আফ্রিকান রিচ কালচার তুলে ধরা হয়েছে এ মুভিতে। এ জন্যই আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, ব্যাটম্যানদের পেছনে ফেলে হায়েস্ট গ্রোসিং সোলো সুপারহিরো মুভির খ্যাতাব পেয়ে গেছে।
ফাইনালি ১০ বছর পূরণ করে মারভেল তাদের ৩য় এভ্যাঞ্জারস মুভি রিলিজ দিতে যাচ্ছে। এই মুভিটা কেন স্পেশাল? কেন হবে না। ১০ বছরে তারা এক বিশাল ফ্যান কমিউনিটি গড়ে তুলেছে। যারা কখনো কমিক বুকের ধারে কাছেও যায় নি তারা এই সুপারহিরোদের চিনে, শুধু চিনে বললে ভুল হবে এই মুভিগুলোর নিয়মিত দর্শক। এই মুভিটা যে কি পরিমান হাইপ তুলেছে এর ট্রেইলার ভিউ দেখলেই বোঝা যায়। সর্বকালের সবচেয়ে বেশিবার দেখা ট্রেইলার এটা। যতটুকু জানি প্রি-সেলের রেকর্ড নাকি ভেংগে ফেলেছে। যাই হোক, আশা করি ভালো মুভি হবে। এটা রিভিউ লেখা না, এমনিতেই কিছু personal thoughts শেয়ার করলাম। ও হ্যা। লাস্ট একটা কথা বলি, যারা বলেন যে Shuri নাকি Tony Stark এর চেয়ে ইন্টিলিজেন্ট। Well, just for your kind information, Tony তার প্রথম স্যুট বানিয়েছিল একটা গুহার মধ্যে স্ক্রু ড্রাইভার আর অল্প কিছু যন্ত্রপাতি দিয়ে, কোন মডার্ন সুযোগ সুবিধা সম্পন্ন ল্যাবে না। So,
Thanos_demands_no_spoiler
like us on facebook.


0 comments: