২০১৫ সালে এভ্যাঞ্জারসের ২য় কিস্তি মুক্তি পায়। এবার কিছু কমপ্লেইন আসে। মুভিতে কিছু প্লট হোল ছিল সাথে কিছু লেইম বিষয় ছিল। তারপরেও কাহিনী মোটামুটি ভালো ছিল এবং সাথে মুভির একশেন আর এভ্যাঞ্জারসদের জনপ্রিয়তার জন্য মুভি হিট। তবে এবার জস উইডেনকে বিদায় জানানো হল। সমালোচলার কারনে তার উপর থেকে মারভেল কিছুটা আশা হারিয়ে ফেলল। আর ঐ বছরেই পরিচয় করিয়ে দেয়া হয় আরেক ম্যাম্বার এন্ট ম্যানের সাথে।
২০১৬ সালে আসলো সিভিল ওয়ার। পারসোনালি আমার দেখা মারভেলের সেরা মুভি। ডিরেক্টর ছিলেন Russo Brothers। এই দুই ভাই এর আগে Captain America Winter Soldier নির্মাণ করেছিলেন। যেই ক্যাপ্টেন আমেরিকা অনেকের নন-ফেভারিট সুপারহিরো ছিলো, এই দুই ভাই সেই সুপারহিরোকে সবার প্রিয় করে দিল আসাধারন মেকিং আর ক্যারেক্টার ডেপেলপের মাধ্যমে। তো সিভিল ওয়ারটা ছিল অনেক গুরুত্বপূর্ন মুভি। এই মুভিটাই মূলত ইনফিনিটি ওয়ারের প্লাটফর্ম তৈরি করে। এই মুভির মাধ্যমে আরো নতুন দুই এভ্যাঞ্জারসের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়, ব্ল্যাক প্যান্থার আর সবার প্রিয় স্পাইডার ম্যান। মূলত ফেস থ্রির সব মুভিই ইনফিনিটি ওয়ারের সেট আপ। ২০১৬ সালেই পরিচয় করানো হয় ম্যাজিকের সাথে মানে আরেক এভ্যাঞ্জারস ডক্টর স্ট্যাফেন স্ট্র্যাঞ্জের সাথে। নতুন এক দুনিয়া খুলে দিল মারভেল।
২০১৭ সালে আসে স্পাইডার ম্যান হোমকামিং, গার্ডিয়ান অফ গ্যালাক্সি ভলিউম ২ আর বেস্ট থোর মুভি ইয়েট থোর রেগনারোক। থোরের এন্ড ক্রেডিটে থেনোসের বিশাল শিপটা দেখানো হয়।
২০১৮ এর শুরুতে আসে ব্ল্যাক প্যান্থার। ইমিডিয়েট হিট মুভি। আমার নিজেরও এই মুভিটা অনেক ভালো লাগে। এর পিছনে মূল কারনটা হল আফ্রিকান এমেরিকান এক্টোরদের কাস্টিং করলে নিশ্চিত দুই রকমের জনরা হবে। হয় কমেডি না হয় ড্রামা মানে স্লেভারি টাইপ কিছু। সেদিক দিয়ে এই মুভি সবদিক থেকে ভিন্ন। একে তো সুপারহিরো মুভি এর উপর আফ্রিকান রিচ কালচার তুলে ধরা হয়েছে এ মুভিতে। এ জন্যই আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, ব্যাটম্যানদের পেছনে ফেলে হায়েস্ট গ্রোসিং সোলো সুপারহিরো মুভির খ্যাতাব পেয়ে গেছে।
ফাইনালি ১০ বছর পূরণ করে মারভেল তাদের ৩য় এভ্যাঞ্জারস মুভি রিলিজ দিতে যাচ্ছে। এই মুভিটা কেন স্পেশাল? কেন হবে না। ১০ বছরে তারা এক বিশাল ফ্যান কমিউনিটি গড়ে তুলেছে। যারা কখনো কমিক বুকের ধারে কাছেও যায় নি তারা এই সুপারহিরোদের চিনে, শুধু চিনে বললে ভুল হবে এই মুভিগুলোর নিয়মিত দর্শক। এই মুভিটা যে কি পরিমান হাইপ তুলেছে এর ট্রেইলার ভিউ দেখলেই বোঝা যায়। সর্বকালের সবচেয়ে বেশিবার দেখা ট্রেইলার এটা। যতটুকু জানি প্রি-সেলের রেকর্ড নাকি ভেংগে ফেলেছে। যাই হোক, আশা করি ভালো মুভি হবে। এটা রিভিউ লেখা না, এমনিতেই কিছু personal thoughts শেয়ার করলাম। ও হ্যা। লাস্ট একটা কথা বলি, যারা বলেন যে Shuri নাকি Tony Stark এর চেয়ে ইন্টিলিজেন্ট। Well, just for your kind information, Tony তার প্রথম স্যুট বানিয়েছিল একটা গুহার মধ্যে স্ক্রু ড্রাইভার আর অল্প কিছু যন্ত্রপাতি দিয়ে, কোন মডার্ন সুযোগ সুবিধা সম্পন্ন ল্যাবে না। So,
Thanos_demands_no_spoiler
like us on facebook.